বাংলাদেশের উন্নয়নের সমস্যা ও সম্ভাবনার উজ্জল দিকগুলো আলোচনা করতে চাইলে কিছুটা পেছনের দিকে দৃষ্টি দিতে হবে। আশানুরুপ না হলেও সন্তোষজনক ছিল এ পথচলা। তবে আমাদের সম্ভাবনা ছিল আরো বেশি। আলোচনা - পর্যালোচনা প্রয়োজন, ঠিক কোন কারনে এর সদ্ব্যব্যবহার আমরা করতে পারিনি; দেশকে দ্রুত এগিয়ে নেয়ার সম্ভাবনাও পুরোপুরি কাজে লাগাতে পারিনি। যে খাতগুলো আমাদের অগ্রগতির ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে, তার মাঝে রয়েছে ব্যাংকিং সেবা। ব্যাংকিং খাতের একটি বিশেষ দিক হচ্ছে, এটি ‘মধ্যস্থতাকারী’ হিসেবে কাজ করে। ব্যাংকিং খাতে কোনো সমস্যা দেখা দিলে তার প্রভাব কেবল এ খাতের ভেতরই সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে অন্যান্য খাতে। একে বলা হয় ফিন্যান্সিয়াল কনটাজিয়ন অর্থাৎ সংক্রামক ব্যাধির মতো সেটা উৎপাদনশীল ও অন্যান্য খাতে ছড়িয়ে যায় এবং চূড়ান্তভাবে এর প্রভাব মানুষের জীবনযাত্রায় পড়ে। ব্যাংকিং খাতে যে দেশ যত উন্নত, সে তত সমৃদ্ধ। |
|