শামসুজ্জামান খান (১৯৪০) দেশ-বিদেশের বিদ্বৎসমাজের কাছে এক প্রিয় পরিচিত নাম। বহুমাত্রিক সাহিত্যকর্মের জন্য যেমন তিনি বিশিষ্ট তেমনি বিগত অর্ধশতক যাবৎ বাংলাদেশের একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সিভিল সমাজ প্রতিষ্ঠার সংগ্রামেও পালন করে চলেছেন সাহসী ভূমিকা। রাষ্ট্রের তিনটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের (বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলা একাডেমি) প্রধানের দায়িত্ব পালনকারী এই গুণী বুদ্ধিজীবী ও সংস্কৃতিসেবী বিভিন্ন সময়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। এরকমই কিছু নির্বাচিত সাক্ষাৎকার নিয়ে ইতিপূর্বে প্রকাশিত হয়েছে তাঁর বই জিজ্ঞাসা ও জবাব। এবার আলোঘর প্রকাশ করলো তাঁর সুনির্বাচিত সাক্ষাৎকার সংকলন কথায় কথায়। এইসব আলাপচারিতায় উন্মোচিত হয়েছে তাঁর ব্যক্তিসত্তা এবং এরই সূত্রে সাহিত্য-সমাজ-সংস্কৃতি-রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কিত ব্যতিক্রমী ভাবনাগুচ্ছ। ব্যক্তির হয়েও তাই এই বই হয়ে ওঠে সমষ্টির, বিক্ষিপ্ত বয়ানের মধ্যে যেন ধ্বনিত হয় সমকালের শাণিত স্বর। |
|