পৃথিবীর সব শিশুই জীবজন্তু পছন্দ করে। সব শিশুরই প্রথম দিকে খেলনা জাতীয় বস্তুর প্রতি আকর্ষণ থাকে। কিন্তু শিশুটি যখন একটু করে বড় হতে থাকে তখন প্রকৃতির গাছপালা, ঘাস, লতাপাতা, ফুল, ফল ইত্যাদির পাশাপাশি পরিচিত হতে থাকে বিড়াল কুকুরের মত অন্যান্য জীবজন্তুর সঙ্গে। আরো একটু বড় হলে চিনতে থাকে গরু, ছাগল, হাতি, বাঘ, ঘোড়া, বানর ইত্যাদি প্রাণী। আর বর্তমানে টেলিভিশনের কল্যানে জীবজন্তুর সাথে পরিচিত হওয়া আরো সহজ। কিন্তু বাস্তবে তাদের দেখতে হলে হয় যেতে হবে কোন চিড়িয়াখানায় এবং কোনো ওয়াইল্ড লাইফ পার্কে। একটা পর্যায়ে এসকল জীবজন্তুর সম্পর্কে আরো বেশি জানতে চায়। অনেক সময় শিশুরা প্রণীদের স্বভাব কিংবা আচরণ সম্পর্কে বড়দেরকেও প্রশ্ন করে এবং তাদের প্রশ্ন এত অদ্ভুত ধরনের থাকে যে বড়রাও এর উত্তর দিতে অপ্রস্তুত হয়ে যায়। এ বইয়ে এ থেকে শুরু করে জেড পর্যন্ত ইংরেজী বর্ণমালার প্রতিটি শব্দ দিয়ে একাধিক প্রাণীর নাম উল্লেখ করা হয়েছে। তা থেকে একটি বা দুটি প্রাণীর বৈশিষ্ট সমূহ বর্ণনা করা হয়েছে। কোনো কোনো বর্ণমালার ক্ষেত্রে বিশেষ প্রাণীকে বেছে নেওয়া হয়েছে দেশ বিদেশের প্রাণীদের সাথে শিশুদের পরিচিত করার জন্য। উজ্জল রঙিন ছাপা ও চিত্রের বিস্তারিত বর্ণনা বইটিকে আকর্ষণীয় করে তুলেছে শুধু বর্ণনার মধ্যেই সীমাবদ্ধ নয়, সাথে রয়েছে শতশত রঙিন চিত্র যা থেকে তারা এ সকল প্রাণীর একটি চিত্রও নিজের মানসপটে আঁকতে পারবে। |
|