ভেলুমামা। বাবা তাকে জোর করে ঢুকিয়ে দিয়েছেন ডাক্তারি পড়ায়। কিন্তু সেখানে তার মন নেই। তার মন কবিতা লেখায়। বাবার জোরাজুরিতে সে কিনে আনে একটা কঙ্কাল। রাতে কঙ্কাল পাঠ করতে গিয়ে হয় আরেক ঝামেলা। এসেপড়ে কঙ্কালের আতœা। সে বলে, তার কঙ্কাল নিয়ে ডাক্তারি পড়লে হাত গুড়িয়ে দেবে, চোখ উপড়ে ফেলবে, গলাটিপে মেরে ফেলবে। কারণ সে নিজেও কবিতা প্রেমী। জীবিতাবস্থায় তার ইচ্ছা ছিল কবি হবে। ফলে ভেলুমামা কঙ্কাল পাঠবাদ দিয়ে বাধ্য হয়ে সারারাত কঙ্কালকে রবীন্দ্রাথের কবিতা পড়ে শোনাতে থাকে। তারপর এক অন্ধকারাচ্ছন্ন ঝড়-বৃষ্টিররাতে ঘটে ভয়াবহ এক ঘটনা। ভেলুমামার কঙ্কাল পাঠবইটির সব গল্পই এরকম রোমাঞ্চকর, শ্বাসরুদ্ধকর। |
|