Details of : আমার বোনের নাম মিতা
|
|||||||||||
|
|||||||||||
Book Summary : | |||||||||||
আমার বাবা প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলেননা। মা ঠিক তার উল্টো। আমার মা প্রয়োজন ছাড়া অনর্গল কথা বলে। আর ও একটা ব্যাপার- মা সবসময় বাবাকে কারনে-অকারনে ধমকে ধমকে কথা বলেন। মা যখন এভাবে বাবার সাথে কথা বলেন তখন মার সামনে বাবাকে কেমন চতুর্থ শ্রেণীর কেরানি-কেরানি লাগে। মা বাবার সঙ্গে বক বক করে কথা বলে যান। প্রতিদিনের মতো আজও বাবা সকালে অফিসে যাওয়ার আগে অভ্যাস মতো পত্রিকা নিয়ে পড়তে বসেছেন। আর অমনি কথা নেই বার্তা নেই মা শুরু করলেন ননস্টপ কথা বলা। এমনই সব মজার মজার গল্প দিয়ে সাজানো হয়েছে“আমার বোনের নাম মিতা”। |