Details of : রাজু ও লাল পিঁপড়া
|
|||||||||||
|
|||||||||||
Book Summary : | |||||||||||
মা রাজুর চোখ মুছিয়ে দিয়ে বলে, দেখ দেখ পিঁপড়াদের মজা দেখ। ওরা তোর জন্য এখানে এসে জড়ো হয়েছে। রাজু মাকে ছেড়ে লাফ দিয়ে ওঠে। উবু হয়ে বসে পিঁপড়াদের দিকে ঘুড়ে বলে, মা, লাল পিঁপড়ারা আমাকে ভালোবাসে। ওরা আমার বন্ধু। তোকে কাঁদতে দেখে ওদের মন খারাপ হয়েছে। সে জন্য এসেছে। সত্যি মাগো! রাজু খুশিতে লাফিয়ে ওঠে। সুর করে বলে, আয় আয় লাল পিঁপড়া, মামার বাড়ি যাই। |