Details of : নীল দেয়ালের রহস্য
|
|||||||||||
|
|||||||||||
Book Summary : | |||||||||||
অবিশ্বাস্য এক গুজব ছড়িয়ে পড়ল রকি বিচের জনগণের মাঝে, পুলিশ কমিশনার ড্যান হুইটেকার নাকি পুলিশ ক্যাপ্টেন দুর্ধর্ষ ইয়ান ফ্লেচারকে চাকরি থেকে বরখাস্ত করেছেন, অতীতে কোন এক সময় ঘুষ নেবার অপরাধে। তারপর, বন্দরের ধারে বোমার আঘাতে যখন গাড়ি বিষ্ফোরিত হয়ে কোনোমতে প্রাণে বাঁচলেন হুইটেকার, বিষয়টি হয়ে উঠল আর্ গুরুতর। আত্নগোপনে চলে গেলেন ফ্লেচার।কারণ তিনি জানেন, পুলিশ তাকে সাজা দেয়ার জন্য অ্যারেন্ট করবে.... কিশোর বিশ্বাস করতে পারল না এই খবর। ইয়ান ফ্লেচার এ ধরণের অনৈতিক কাজ করবেন, এটি দু:স্বপ্নের্ও অতীত। কিশোরের ধারণা, এর মধ্যে গভীর কোনো চাল আছে, যে-কারণে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ক্যাপ্টেনকে... তদন্তে নামল তিন গোয়েন্দা। সূত্র খুঁজতে খুঁজতে চলে গেল আদিম সেই মিলারটন শহরে। যেখানে যৌবনে কর্ম জীবন শুরু করেছিলেন ফ্লেচার।আক্রমণ শুরু হলো তিন গোয়েন্দার ওপর।আর তাতে বুঝতে পারল ওরা, সঠিক পথেই এগোচ্ছে। কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। তবে সমস্যা হলো, ফ্লেচারের জীবনের দীর্ঘ সময় যেন হারিয়ে গেছে কালের গর্ভে, মুছে গেছে তাঁর জীবন থেকে, কিছুতেই খোঁজ মিলছে না.... |