Details of : সৌরজগৎ
|
|||||||||||
|
|||||||||||
Book Summary : | |||||||||||
মহাবিস্ফোরণের হাজার কোটি বছর পর সৌরজগৎ সৃষ্টি হয়েছিলো। সূর্য তার সব গ্রহ-উপগ্রহ নিয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে আন্তঃনাক্ষত্রিক শূন্যতার মধ্য দিয়ে ছুটে চলেছে সেকেন্ডে ২৩০ কিলোমিটার গতিতে। গ্যালাক্সিকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে সময় লাগে ২৫ কোটি বছর। শেষবার আবর্তনের মধ্য দিয়ে ডায়নোসররা এসে আবার পৃথিবীর নাট্যমঞ্চ থেকে বিদায় নিয়েছিলো। |