সনতু, মিমো, সুপ্ত, মুমু আর রুদ্র ক্লাস সেভেনে পড়ে। ক্লাসে একদিন বসে ছিল ওরা। হঠাৎ ক্লাসের দরজার দিকে তাকিযে চমকে ওঠে সবাই । হুবহু একই চেহারার, একই উচ্চতার, একই পোশাকের দুটো ছেলে দাঁড়িয়ে আছে দরজায় । অবাক হয়ে যার ওরা ।স্কুলের কাঁঠালগাছের কাঁঠাল চুরি হয় একদিন । হেডস্যার খুব গোপনে এ চোর ধরার দায়িত্ব দেয় রুদ্রদের । মাত্র তিন দিনের মধ্যে সেই চোরকে ধরে ফেলে তারা । কিন্তু তার পরও চুরি হতে থাকে। তবে স্কুলে না, রুদ্রদের এলাকায় ।
এবার ওরা এই চোরের পিছে লাগে এবং স্কুল থেকে পালিয়ে এক সময় ধরে ফেলে তারা সে চোরকেও । কিন্তু এ কাকে ধরেছে তারা ? এ কি চোর, না অন্য কিছু ? সবাই কেঁদে ফেলে সে চোরকে দেখে । এ রকম চোর তারা জীবনেও দেথেনি ! |
|