Details of : পদার্থবিজ্ঞানের জানালা
|
|||||||||||
|
|||||||||||
Book Summary : | |||||||||||
জানার কি কোন শেষ আছে ? আসলে জানার কোন শেষ নেই । এ জন্যই অজানাকে জানার জন্য মানুষ অবিরত কাজ করে যাচ্ছেন গবেষনা করে যাচ্ছেন।কিন্তু আমাদের বেশী গভীরে যেতে হবে না । প্রতিদিন আমরা সে সব জিনিসের মুখোমুখি হচ্ছি যা প্রতিনিয়ত ঘটছে, সে গুলোও আমাদের কাছে বিষ্ময় । যেমন নিচতলার রাথরুমে পানির চাপ বেশি কিন্তু ছাদের তলার বাথরুমে পানির চাপ কম কেন ? বস্তুকে ধাক্কানোর চেয়ে টানা সহজ কেন ? রাস্তার বাঁকে গাড়ি হেলে যায় কেন ? এ ধরনের প্রশ্নের সমাধান খুজতে আলোঘর প্রকাশনা থেকে অতি সম্প্রতি বের হয়েছে পদার্থ বিজ্ঞানের জানালা । |