একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যাঁরা জীবন বাজি রেখে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, প্রকৃতির নিয়মে একে একে ঝরে যাচ্ছেন তাঁরা। আজ থেকে ২০-২৫ বছর পর হয়তো মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারীগণ আর কেউ থাকবেন না। গত ৪৮ বছরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে শত শত গ্রন্থ রচিত হয়েছে। তবুও দেশের সব এলাকার সব ঘটনা ছাপার অক্ষরে এসেছে বলে আমি মনে করি না। তাই আমার এলাকায় একাত্তেরের নয় মাসে আমরা দেখা ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করেছি এ গ্রন্থে, যাতে করে পরবর্তী প্রজন্ম একাত্তরের উদ্বেগ, উৎকণ্ঠা, রোমহর্ষক, বিভীষিকাময় আর অনিশ্চয়তায় ভরা রক্তাক্ত দিনগুলো সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পারে। |
|