মদধ্যরাতে ঘুম ভেঙে যায় রিফাতের। সে একটা সমস্যায় পড়েছে। কিন্তু এ সমস্যা থেকে বের হতে পারছে না সে, বের হওয়ার কথাও না। কারণ সে ছোট মানুষ, মাত্র চতুর্থ শ্রেণিতে পড়ে। কিন্তু তার এ সমস্যা সমাধানের জন্য হঠাৎ কোথা থেকে কারা যেন এসে বন্ধু হতে চায় রিফাতের। রিফাত প্রথম প্রথম একটু ভয় পায় তাদের দেখে, কিন্তু একটু পরই তারা প্রিয় বন্ধু হয়ে যায় । তারপর রিফাতের অদ্ভুত বন্ধুরা তাকে নিয়ে বের হয়ে আসে ঘর থেকে । রিফাত দেখে- রাতের পৃথিবী, যা সে কোনো দিনই দেখেনি, দেখে আরও অনেক কিছু। কী অদ্ভুত কান্ড ঘটে যাচ্ছে এ রাতের শহরে মজার, আনন্দের, ভয়ের, কষ্টের। |
|