Details of : নানান রূপে তুমি
|
|||||||||||
|
|||||||||||
Book Summary : | |||||||||||
কবিতা কী? আসলে কবিতার রূপ বহুবিদ। কবিতা হলো হৃদয় যাপনের শাশ^ত অধ্যায়। কবিতা আমদের হৃদয়কে স্পর্শ করে। চিত্ত অনুভবেরও প্রধান অনুষঙ্গ কবিতা। তেমনি একজন কবি সাইফুল ইসলাম চৌধুরী। তার কবিতা পাঠকের হৃদয়কে নাড়া দেয়, তাড়িত করে। ‘নানান রূপে তুমি’ একটি পাঠমুগ্ধ কাব্যগ্রন্থ। এর রূপ বহুবর্ণিল। সুবাস ছড়িয়ে পড়–ক পাঠকের হৃদয়ে।
|