Bangla Desh, Bangla Desh When the sun sinks in the west Die a million people of the Bangladesh The story of Bangladesh Is an ancient one again made fresh
জোয়ান বায়েজের লেখা ও গাওয়া এই গানটিই হয়ে উঠেছিল পশ্চিমের শ্রোতাদের কাছে বাংলাদেশের ন্যাশনাল অ্যানথেম। জর্জ হ্যারিসনের বাংলা দেশ (তখন বাংলাদেশ এভাবেই লেখা হতো) কনসার্টের বিজ্ঞপ্তি নিউ ইয়র্ক টাইস-এর শেষ পৃষ্ঠায় ছাপা হতেই, সেদিনই সব টিকেট বিক্রি হয়ে গেল। নিকোলাস শ্যাফনার লিখলেন, চাহিদা এতোটাই বেশি যে একই দিনে সেকেন্ড শো-এর ঘোষণা দিতে হলো। জর্র্জ হ্যারিসন পÐিত রবিশঙ্করকে বললেন, ‘তুমি যদি চাও আমি জড়াই, তাহলে বরং আমি ভালোভাবেই জড়াতে চাই।’ জর্জ হ্যারিসন কেবল নিজেকেই জড়ালেন না, জড়িয়ে নিলেন তখনকার সেলেব্রিটি ও ক্রেইজ বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, রিঙ্গো স্টার ও লিওন রাসেলকে। কনসার্টেও মধ্যে দিয়ে ১ আগস্ট ১৯৭১ পৃথিবী জেনে গেল বাংলাদেশ নাম। স্ট্যানলি টাইগারম্যান, বিশ^ব্যাঙ্কের প্যানেলভুক্ত শিকাগোর একজন স্থাপতি ‘ফ্যাসিস্ট সামরিক জান্তার সাথে কাজ করব না’। তিনি বললেন, যে ঢাকাকে আমি চিনতাম এটা সে শহর নয়। আতঙ্কের একটি পর্যায় আছে যেখন পার্থিব যান্ত্রিক বিষয় আশয় নিয়ে আলোচনা করাও কঠিন হয়ে দাঁড়ায়। হুমকি, অনুসন্ধান, চেক পয়েন্ট ইত্যাদিসহ চারদিকে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতির মাধ্যমে সামরিক আইন কর্তৃপক্ষ যে পরিস্থিতির সৃষ্টি করেছে তাতে এটা ‘পুলিশ স্টেট’-এর সমতুল্য হয়ে দাঁড়িয়েছে। |
|