Details of : কম্পিউটার অভিধান


Book Name : কম্পিউটার অভিধান
ISBN : 978-984-94610-9-8
Publication Date : September 2022
Price : ৪৫০ টাকা
Category : বিজ্ঞান
Writer :  মোস্তফা জব্বার
Book Summary :  

তৃতীয় সংস্করণের পূর্বকথা
প্রম প্রকাশের প্রায় ২৬ বছর ও দ্বিতীয় সংস্করণের প্রায় দশ বছর পর কম্পিউটার অভিধানটির তৃতীয় সংস্করণ প্রকাশিত হলো। এবার বইটিতে অনেক নতুন শব্দ যুক্ত হয়েছে। এই আপডেট করার ক্ষেত্রে আমাকে অনেকে সহায়তা করেছেন। যদিও এমন একটি অভিধান আরও বিস্তিতি হওয়া দরকার এবং এর কলেবরও আরও বাড়া উচিত ছিল, তথাপি অতীতে এই কাজটি হয়নি। এবার বইটির বিষয়বস্তু ‘ আগের সংস্করণের দ্বিগুণ হয়েছে। আপাতত এই বিস্তিতিটাই তটাই প্রকাশ করতে হলো। যদিও প্রম সংস্করণের সময় আমি এর ক্রমাগত আপডেট করার ঘোষণা দিয়েছিলাম, তথাপি এই সুদীর্ঘ সময়ে যতটা আপডেট করা দরকার ছিল ততটা আপডেট আমি এর আগে করতে পারিনি। এবারও প্রত্যাশা করছি যে এর ক্রমাগত আপডেট অব্যাহত রাখব। এই বিষয়টি আমার মনে আছে যে প্রযুক্তি পরিবর্তনশীল বলে এর আপডেটও প্রতিনিয়ত করতে হয়। বিশেষ করে তথ্যপ্রযুক্তির যুগ বা তৃতীয় শিল্প বিপ্লবের যুগটা এখন ডিজিটাল যুগ বা ডিজিটাল শিল্পযুগ পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। ফলে এই জগতে নতুন নতুন শব্দও পাচ্ছি আমরা। কম্পিউটার অভিধান সকল শব্দই ধারণ করবে। তবে কাজটি আমি তাৎক্ষণিকভাবে করতে পারছি না। এই সংস্করণটি প্রকাশের আগে মনে হয়েছিল এর নামটাও বদলাই। এখন তো কেবল কম্পিউটারের সময় নেই বরং সময়টা ডিজিটাল যুগের। ফলে এর নাম ডিজিটাল শব্দাভিধান হতে পারত। পরে ভাবলাম আরও একটু সময় যাক। তখন নামটা বদলানো যাবে। বইটি প্রকাশ করার ক্ষেত্রে আলোঘর প্রকাশনার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মোস্তাফা জব্বার

 

দ্বিতীয় সংস্করণের পূর্বকথা
প্রায় ষোল বছর পর আমার সম্পাদিত কম্পিউটার অভিধান নামক বইটিকে আমূল পরিবর্তন করে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হলো। বইটিকে একদমই নতুন বই বলা যেতে পারে, যদিও এতে পুরনো অনেক তথ্য ও উপাত্ত ব্যবহার করা হয়েছে। এবার বইটিতে নতুন নতুন শব্দ ও তার অর্থ কিংবা ব্যাখ্যা প্রদান করা হয়েছে। অনেক প্রসঙ্গে ছবি ব্যবহার করা হয়েছে। আমি আশা করছি বইটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকারী ও শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে।
সেপ্টেম্বর ২০১২               মোস্তাফা জব্বার

 

 

প্রথম প্রকাশের পূর্বকথা
সারা বিশে^ কম্পিউটারের একচেটিয়া অগ্রসরমাণতার পাশাপাশি আমাদের দেশেও কম্পিউটারের ব্যাপারে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ তৈরি হচ্ছে। ১৯৮৭ সালে কম্পিউটারে বাংলা প্রচলনের মধ্য দিয়ে আনন্দপত্র এ দেশে কম্পিউটার চর্চার সীমানা সম্প্রসারণের ব্যাপক উদ্যোগ গ্রহণ করে। মেকিনটোশ, আনন্দপিসি, প্যাকার্ড বেল ইত্যাদি কম্পিউটার বিক্রি করে আনন্দ কম্পিউটার্স, ইনফো বাংলা এবং আনন্দ ইন্টারন্যাশনাল নামক কয়েকটি প্রতিষ্ঠান সেই প্রচেষ্টার বাণিজ্যিক ভিত্তি গড়ে তোলার চেষ্টা করছে। এসব প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান আনন্দ থেকে কম্পিউটারে প্রকাশনা, মাইক্রোসফট ওয়ার্ড মেকিনটোশ সংস্করণ, মাইক্রোসফট ওয়ার্ড উইন্ডোজ সংস্করণ এবং মাইক্রোসফট এক্সেল নামক কয়েকটি কম্পিউটারবিষয়ক বই প্রকাশ করে আমরা মাতৃভাষায় কম্পিউটার চর্চাকে সহজতর করার চেষ্টা
করেছি। এই প্রচেষ্টারই আরেকটি উদ্যোগ হলো কম্পিউটার-বিষয়ক এই অভিধান। বর্তমানে এই অভিধানটির একটি অতি ক্ষুদ্র সংস্করণ প্রকাশ করা হলো। মাত্র কয়েকশ শব্দ সম্পর্কে এই অভিধানে পরিচিতি প্রদান করা হয়েছে। অদূরভবিষ্যতে আমরা এর বর্ধিত সংস্করণ প্রকাশ করব। এই অভিধানটি সম্পর্কে আমাদের নীতিমালা হলো প্রতিদিন এর সম্প্রসারণ। অভিধানটি আমি সম্পাদনা করেছি। কিন্তু এর ভেতরের কাজ করেছে আমার বন্ধু মুহম্মদ জালাল। বস্তুত জালালের ঐকান্তিক প্রচেষ্টাতেই এই অভিধানটি প্রণীত হলো। জালাল যদি এর পেছনে সময় না দিত তবে এটি প্রকাশ করা সম্ভব হতো না। মাসুদ করিম নামের সেড়বহভাজন একজন ছাত্র এই অভিধানের ব্যাপারে কিছু কাজ করেছে। আমি সম্পাদক হিসেবে তাকেও ধন্যবাদ দিতে চাই। অভিধানটি সম্পাদনায় আমি বেশ কিছু ইংরেজি বইয়ের সাহায্য নিয়েছি। এসব বই থেকে সাহায্য না পেলে অভিধান প্রণয়ন আরও কষ্টকর হতো। বইটি প্রকাশের ব্যাপারে কলকাতার যাদবপুর বিশ্বিবদ্যালয়ের স্বপন মজুমদার ও
দে’জ পাবলিকেশন এবং ঢাকার প্রতীক প্রকাশনীর আগ্রহ আমাকে উৎসাহ জুগিয়েছে। বইটি প্রণয়নের সময় একে ব্যবহারিক বই হিসেবে উপযুক্ত করে তোলার চেষ্টা করা হয়েছে। আমি চেষ্টা করেছি যাতে এতে কোনো পান্ডিত্য প্রকাশ না পায়। যথাসাধ্য সহজ-সরলভাবে বক্তব্য প্রকাশ করা হয়েছে। যদি কোনো কম্পিউটার ব্যবহারকারী এই বইটি থেকে কোনো উপকার পান তাহলে আমাদের সকলের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব। এ ব্যাপারে কারো কোনো পরামর্শ থাকলে তাও আমরা সাদরে গ্রহণ করব।
২৮ ফেব্রুয়ারী ১৯৯৬ মোস্তাফা জব্বার
৮/ ৬ সেগুন বাগিচা, ঢাকা- ১০০০, বাংলাদেশ