সেই দুপুর থেকে একটানা বৃষ্টি ঝরছে। নীরা আজ পুরোটা বিকেল বারান্দায় বসে বৃষ্টি দেখে কাটিয়ে দিল। ওর দুপায়ের পাতা জুড়ে ছড়িয়ে আছে বারান্দায় জমে থাকা বৃষ্টির ঠান্ডা পানির মোলায়েম পরশ। নীরা চোখ তুলে আকাশের দিকে তাকালো। কালো মেঘে ঢাকা আকাশটাকে গাঢ় অন্ধকারে ঢেকে দিয়ে নেমে আসছে একাকী, মন খারাপ করা, এক সন্ধা। তবে এই একাকী সন্ধা নীরার মনটা খারাপ করতে পারল না। কারণ নীরা জানে ও একা নয়। বেশ কিছু আপন মানুষ ওকে ঘিরে আছে পরম মমতায়। এমনই পারিবারিক ভালোবাসায় জড়িয়ে থাকা কিছু মানুষের স্বপ্ন আর সংগ্রামের গল্প নিয়েই উপন্যাস “একটি নীল প্রজাপতি”। |
|