Details of : দাহকালে পুড়ছি
|
|||||||||||
|
|||||||||||
Book Summary : | |||||||||||
কবিতা কষ্টের কলা। এই কষ্টকে বুকে চেপে কবি পথ চলেন। কখনো থমকে দাঁড়ান। কবিতার অনুষঙ্গে নিজেকে জড়ান। স্বপ্নময় এই পৃথিবীতে কবি বেঁচে থাকেন কবিতার সফেদ পাতায়। কখনো প্রেম, কখনো কষ্টের নীলযন্ত্রনা। কবির তৃপ্ত দীর্ঘশ্বাস কবিতার অনুসরণে। নিরন্তর দু:খগুলো বাসাবাঁধে কবিতার কুঞ্জবনে। কবিতাই একলা হাঁটেন...কাব্য-সমুদ্রে নি:সঙ্গ নাবিক। মানবিক জীবনের এসবসুখ-দু:খ, প্রেম-বিরহ, একাকিত্বের সুগভীর ব্যঞ্জনা ফুটে উঠেছে কবির কবিতায়। |