তরুণ লেখক প্রত্যয় হামিদ-এর“তৃষ্ণা ও অন্যান্য” বইয়ের গল্পগুলো নিম্নবিত্তের সুখ-দু:খ যেমন তুলে ধরেছেন, তেমনি তুলে ধরেছেন মধ্য বিত্তের শখ-আহ্লাদ আর উচ্চ বিত্তের সীমাবদ্ধতা। এছাড়া মুক্তিযুদ্ধ, ব্যাক্তি জীবনের অপ্রাপ্তি, বঞ্চনা, প্রতিঘাত ইত্যাদি বিষয়ও লেখক ফুটিয়ে তুলেছেন অত্যন্ত সফলতার সাথে। লেখক বইটিতে বৈচিত্র্যের সমাবেশ ঘটিয়েছেন শুধুমাত্র বিষয় নির্বাচনেই নয়, উপস্থাপনাতেও। প্রতিটি গল্পই পাঠককে দেবে ভিন্ন ভিন্ন স্বাদ ভিন্ন ভিন্ন অবয়বে। এজন্য পাঠক বইটি পড়তে গিয়ে কখনও একঘেঁয়েমির ক্লান্তিতে ভুগবেননা। প্রতিটি গল্পই সব ধরণের পাঠককে সমানভাবে টানবে- সন্দেহ নেই। |
|