জীবনের সব কাহিনীর পূর্ণ বয়ান আমরা দেখি না। পূর্ণ বয়ান নিয়ে আমাদের আগ্রহ কম। আমরা সেই আগের মতোই জানি-লেখক কাহিনী এগিয়ে নিয়ে যেতে যেতে এক জায়গায় যতি টানেন এবং আমরাও ভাবি-এই তো, এ পর্যন্তই। কাহিনী শেষ। তবে এর পাশাপাশি, আমরা এ রকমও জানি, যদিও তা নিয়ে আমরা ব্যস্ত হই না গল্প যেখানে থেমেছে, সেটা আপাত সমাপ্তি। এ গল্প এবং অন্যান্য গল্পও যেখানে থেমেছে, সেখান থেকে আবার শুরু হতে পারে। সেটা হয়তো নতুন গল্প হবে, নতুন চরিত্র আসবে, নতুন ঘটনা হবে, তবে সেটা আগের গল্প থেকেই বেরিয়ে আসা। অর্থাৎ আপাত সমাপ্ত গল্প নতুন করে শুরু সব সময়ই হতে পারে। এই যে বলা হলো, গল্প এক জায়গায় এসে আপাত সমাপ্ত হয়-আবার এ কথাও কিন্তু সত্য নাও হতে পারে। যে গল্পের আপাত সমাপ্তি আমরা লক্ষ করি, তার চরিত্রগুলোর এক আপাত সমাপ্তিও আমরা লক্ষ করি। এর বাইরে দাঁড়িয়ে গল্প কি শেষ করা যায় না? যায় নিশ্চয়ই। তা হবে. স্বপ্ন তাড়িত কিছু মানুষের কী সেই গল্প? |
|