একদা যার নিজেকে মনে হয়েছিল ‘না প্রেমিক, না বিপ্লবী’ সেই কাব্যশিল্পী চিত্রশিল্পী হিসেবে নবজন্ম লাভ করেছেন । প্রেম ও বিপ্লবের মাঝখানে কি কোনো নো ম্যানস ল্যান্ড থাকে? কবি নির্মলেন্দু গুন কি উৎকন্ঠিত উষ্ণ হৃদয়ে সেই পথ ধরে আজও হাঁটেন? নারী, নিসর্গ আর রক্তাক্ত স্বদেশকে দেখে দেখে যে গুণ-হৃদয় এতকাল মথিত ছিল, যে হৃদয় নিরাকার বুদবুদ থেকে শব্দ সুরে মজ্জমান অবস্থা থেকে মুক্তিলাভ করে চলছিল, সেই হৃদয়ের মনে হলো শব্দ নয়, সুর নয় এবার রং চাই, চাই রঙিন গড়ন। কিরণবিধৌত বস্তুলোক, আঁকতে হবে। কেননা এ জগৎ তো গড়নেরই মহাযাত্রা। |
|